ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

স্যান্ডেল পায়ে ৫০ কিলোমিটার দৌড়ে প্রথম

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ২৩ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্যান্ডেল পায়ে ৫০ কিলোমিটার দৌড়ে প্রথম

বিজয়ী মঞ্চে প্রথম স্থান অধিকারী রামিরেজ (মধ্যে)

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর এক নারী স্যান্ডেল পায়ে ৫০ কিলোমিটার ম্যারাথন (দৌড়) প্রতিযোগিতায় প্রথম হয়েছেন।

১২ দেশের ৫০০ নারী প্রতিযোগীকে হারিয়ে জয়ী হয়েছেন মেক্সিকোর আদিবাসী সম্প্রদায় টারাহুমারার সদস্য ২২ বছর বয়সি মারিয়া লরেনা রামিরেজ।  দৌড়ের জন্য টারাহুমারা সম্প্রদায়ের লোকজনের খ্যাতি রয়েছে।

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর পুয়েবলায় আল্ট্রা ট্রেইল সেরো রাজো নামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রামিরেজ পেশাদার কোনো জুতা পরেননি। তার পায়ে ছিল টায়ার গলিয়ে তা থেকে তৈরি রাবারের স্যান্ডেল। যেখানে অন্যসব প্রতিযোগী দৌড়ানোর জুতা পরে প্রতিযোগিতায় অংশ নেন।

দুঃখের বিষয় হলো- এ প্রতিযোগিতা ২৯ এপ্রিল হলেও বিষয়টি এতদিন পর গণমাধ্যমে এসেছে। স্যান্ডেল পায়ে ম্যারাথন জয়ের ঘটনা হয়তো নেই। সে দিক থেকে রামিরেজ অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী নারী।

দৌড়ের জন্য রামিরেজের কোনো পেশাদার প্রশিক্ষণ গ্রহণ করা নেই। সাদামাঠা পোশাকে দৌড়ে তিনি তাক করে দিয়েছেন সবাইকে। তার পরণে ছিল স্কার্ট ও স্কার্ফ।

৫০ কিলোমিটার দৌড়ে শেষরেখায় পৌঁছাতে রামিরেজের লেগেছে সাত ঘণ্টা তিন মিনিট। প্রথম স্থান অধিকারের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে ২৫০ ডলার।

ছাগল ও গরু চরানো রামিরেজের পেশা। এ জন্য তাকে প্রতিদিন ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত হাঁটতে হয়। গত বছর ১০০ কিলোমিটার ম্যারাথনে দ্বিতীয় হয়েছিলেন তিনি।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন



রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়