ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দক্ষিণ চীন সাগরে বেইজিংকে চ্যালেঞ্জ ওয়াশিংটনের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ২৫ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণ চীন সাগরে বেইজিংকে চ্যালেঞ্জ ওয়াশিংটনের

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরে চীনের নির্মিত কৃত্রিম দ্বীপের কাছ দিয়ে চালানো হয়েছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। দ্বীপের ওই অংশের জলভাগের মালিকানা চীন নিজেদের বলে দাবি করার পর প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসন বেইজিংয়ের এ দাবিকে চ্যালেঞ্জ করলো।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ইউএসএস ডিউয়ি মিসচিফ রিফের কাছ দিয়ে দিয়ে দ্বীপটির ১২ ন্যটিক্যাল মাইল দূর দিয়ে চলে গেছে।

দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই নিজের বলে দাবি করে চীন। তবে ওই অঞ্চলে অবস্থিত মালয়েশিয়া, ফিলিপাইনসহ অন্যান্য দেশগুলোও সাগরের বেশ কিছু অংশের মালিকানা দাবি করেছে। চীন তাদের দাবি মানতে নারাজ।  গত বছর হেগের সালিশি আদালত সাগরের বিতর্কিত এলাকার মালিকানার বিষয়ে চীনের বিরুদ্ধে রায় দিয়েছিল। এমনকি দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকার ওপর চীনের স্বার্বভৌমত্বের দাবিও খারিজ করেছিল আদালত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইউএসএস ডিউয়ি স্প্রাটলি দ্বীপপুঞ্জের মিসচিফ রিফের কাছ দিয়ে সাগরটির ক্ষুদ্র দ্বীপ, প্রবাল প্রাচীর ও মগ্নচড়ার মধ্য দিয়ে টহল দিয়েছে।

আরেক কর্মকর্তা জানিয়েছেন, হেগের সালিশি আদালত যে এলাকাটির মালিকানার বিষয়ে চীনের বিরুদ্ধে রায় দিয়েছে সেই এলাকাটিতেই প্রথমবারের মতো টহল দিয়েছে ইউএসএস ডিউয়ি।

সম্প্রতি উত্তর কোরিয়া ইস্যুতে চীনের সহযোগিতা চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শি এর যুক্তরাষ্ট্র সফরে দুই দেশের মধ্যকার কূটনৈতিক দূরত্বও বেশ কিছুটা কমে আসার ইঙ্গিত দেওয়া হয়েছিল। আর এমনই সময়ে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত ওই জলসীমায় টহল দিলো মার্কিন জাহাজ। এ ব্যাপারে অবশ্য এখনো চীনের প্রতিক্রিয়া জানা যায়নি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়