ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কাশ্মীরে ভারতের অভিযানে ১০ সন্ত্রাসী নিহত

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ২৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাশ্মীরে ভারতের অভিযানে ১০ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে ভারতের অভিযানে ১০ সন্ত্রাসী নিহত হয়েছে।

শনিবার ভারতের সামরিক বাহিনী জানিয়েছে, কাশ্মীরে সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার পাকিস্তানি অপচেষ্টার গলা টিপে ধরায় ভারতীয় অভিযান ফলপ্রসূ হয়েছে। শুক্রবার থেকে গত ২৪ ঘণ্টার অভিযানে নিহত হয়েছে ১০ সন্ত্রাসী।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বলা হয়েছে, পবিত্র রমজান মাস সামনে রেখে পাকিস্তান ও পাকিস্তানি এজেন্ট কাশ্মীরে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার যে অপচেষ্টা করেছে, তা ভারতের অব্যাহত অভিযানে প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

ভারতের নর্দান কমান্ডের প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১০ অনুপ্রবেশকারী ও সন্ত্রাসীকে বিনাশ করতে সফল হয়েছে তারা।

কাশ্মীরে ভারত-পাকিস্তানকে বিভক্তকারী রেখা লাইন অব কন্ট্রোলে (এলওসি) অব্যাহত অনুপ্রবেশকারীবিরোধী অভিযানে অনুপ্রবেশের চেষ্টাকারী ছয় সশস্ত্র সন্ত্রাসীকে প্রতিহত করে তাদের হত্যা করেছে ভারতের সেনারা।

এ ছাড়া এলওসির উরি সেক্টরে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের একটি হামলা সফলভাবে প্রতিহত করার দাবি করেছে ভারতীয় বাহিনী। এ দিন দুজন সন্ত্রাসীকে হত্যা করে ভারত।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়