ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ১৩

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১২, ৩০ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩০ জন। সোমবার গভীর রাতে কারাদা জেলার একটি আইসক্রিমের দোকানে এ হামলার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, আইসক্রিমের দোকানের সামনের অংশের সড়কে বিস্ফোরণে আহতরা পড়ে আছে। আহতদের কয়েকজন দোকানের সামনে রাখা বেঞ্চে হতবিহ্বল অবস্থায় বসে আছে।

পবিত্র রমজান মাসে সেহরির সময়ের শেষ দিকে এ হামলার ঘটনা ঘটলো। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত বাগদাদের রেস্তোঁরা ও ক্যাফেগুলোতে উপচেপড়া ভীড় থাকে।

কর্মকর্তারা জানিয়েছেন, আইসক্রিমের দোকানের সামনে বিস্ফোরকভর্তি একটি গাড়ি পার্ক করা ছিল। আত্মঘাতী হামলাকারী ওই গাড়িতে বিস্ফোরণ ঘটায়।

মধ্যপ্রাচ্যের চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। আইএসের মুখপাত্র আমাক নিউজ এজেন্সিতে বলা হয়েছে, শিয়াদের জমায়েত লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

এর আগে গত বছর রমজান মাসেই বাগদাদে ট্রাকবোমা হামলা চালিয়েছিল আইএস। এতে নিহত হয়েছিল শতাধিক লোক।




রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়