ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মানসিকভাবে আরো শক্ত হতে হবে : মাশরাফি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৬, ১৬ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানসিকভাবে আরো শক্ত হতে হবে : মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : আইসিসির পরপর দুই টুর্নামেন্টে নক আউট পর্বে ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বাদ বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পা রাখে ভারত। এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠল ভারত। দুই ম্যাচের নায়ক রোহিত শর্মা। দুই ম্যাচেই ভারতীয় ওপেনারের সেঞ্চুরি।

বড় ম্যাচে ভারত নিজেদের সেরা খেলা উপহার দিতে পারলেও বাংলাদেশ পারেনি! অধিনায়কের মতে, বড় ম্যাচে চাপ না নেওয়ার কারণেই হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে। অধিনায়ক মনে করেন বড় মঞ্চে সাফল্য পেতে হলে বাংলাদেশকে মানসিকভাবে আরও শক্ত হতে হবে।

বৃহস্পতিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা বলেন,‘খুব ভালো একটি টুর্নামেন্ট গেছে আমাদের জন্য। কেউ হয়তো চিন্তা করেনি আমরা সেমিফাইনাল খেলব। তবে আজকের হার অবশ্যই আমাদের জন্য হতাশাজনক। যেভাবে আমরা সেমিফাইনাল খেলতে চেয়েছিলাম সেভাবে খেলতে পারিনি।’

‘আমরা ভালো পথে ছিলাম। তামিম ও মুশফিক ম্যাচটাকে দারুণভাবে নিয়ন্ত্রণ করছিল। ওখানে দুটি উইকেট হারানোর পর এবং সাকিবও আউট হয়ে যাওয়াতে সমস্যা হয়েছে। আমাদের আসলে মানসিকভাবে আরও শক্ত হতে হবে। এ ধরণের পরিস্থিতিতে আমরা আগেও খেলাটাকে নিজেদের পক্ষে নিয়ে এসেছি পরে ছেড়ে দিয়েছি।’-যোগ করেন মাশরাফি। 

পরপর দুই টুর্নামেন্টে একই ধরণের হারের ব্যাখ্যায় মাশরাফি বলেন,‘মানসিকভাবে কিংবা স্কিলের দিক থেকে আমার মনে হয় না কোনো ঘাটতি আছে। তবে মানসিকভাবে আরও শক্ত এবং এ ধরণের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে। বড় ম্যাচে চাপের মধ্যে কিভাবে পারফর্ম করতে হবে সেই জায়গায় কাজ করতে হবে।’

অধিনায়ক টুর্নামেন্টে প্রাপ্তির অনেক কিছু দেখছেন। কিন্তু শেষটা বিবর্ণ হওয়ায় বেশ হতাশ। আক্ষেপ নিয়ে শেখার কথা জানালেন মাশরাফি,‘সব মিলিয়ে টুর্নামেন্টে ভালো লাগার অনেক কিছু আছে। কিন্তু এ ধরণের টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে আরও কিভাবে ভালো খেলতে হবে সেটা শিখতে হবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়