ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মালিতে পাঁচ জঙ্গি নিহত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ১৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালিতে পাঁচ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মালির রাজধানী বামাকোর নিকটবর্তী একটি বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্রে হামলার ঘটনায় সংশ্লিষ্ট পাঁচ জঙ্গিকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার দেশটির নিরাপত্তামন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

নিরাপত্তামন্ত্রী সালিফ ত্রাওরে বলেছেন, ‘এটা সন্দেহাতীতভাবে সন্ত্রাসী হামলা। সন্ত্রাসবিরোধী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পাঁচ জঙ্গিকে হত্য করা হয়েছে। সারারাত ধরেই অভিযান চলেছে।’

ত্রাওরে জানিয়েছেন, জঙ্গিদের কয়েকজন সহযোগী রয়েছে। তবে তাদের আটক বা হত্যা করা যায়নি। কোনো গোষ্ঠী অবশ্য এখনো এ হামলার দায় স্বীকার করেনি।

এর আগে রোববার রাতে কর্তৃপক্ষ জানিয়েছিল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়েছে।

রোববার বামাকোর পূর্বদিকে অবস্থিত লা ক্যাম্পামেন্ট কাঙ্গাবা অবকাশযাপন কেন্দ্রটিতে মোটরসাইকেল ও গাড়িতে করে কয়েকজন বন্দুকধারী উপস্থিত হয়। এর পরই তারা সেখানে হামলা শুরু করে। তাদের প্রতিরোধ করতে ঘটনাস্থলে মালির নিরাপত্তা বাহিনী ও ফরাসি সেনাদের পাঠানো হয়। নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে দুই পর্যটক নিহত হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়