ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইন্দোনেশিয়ায় সুড়ঙ্গ খুঁড়ে কারাবন্দীদের পলায়ন

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ১৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইন্দোনেশিয়ায় সুড়ঙ্গ খুঁড়ে কারাবন্দীদের পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার বালিতে সুড়ঙ্গ খুঁড়ে কারাগার থেকে পালিয়ে গেছে চার বিদেশি বন্দী। সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কোরোবোকান কারাগারের প্রধান টনি নাইঙ্গোলান বলেছেন, ‘সুড়ঙ্গটি ১২ মিটার লম্বা এবং আমরা সন্দেহ করছি এটি খুঁড়তে এক সপ্তাহেরও বেশি সময় লেগেছে।’ পুলিশের বিশ্বাস, পলাতক বন্দীরা এখনো বালিতেই রয়েছে এবং কারাগার এলাকা থেকে বেশি দূর যেতে পারেনি বলেও জানান তিনি।

বালি পুলিশের মুখপাত্র হেংকি উইদজাজা জানিয়েছেন, পলাতক চারজন হচ্ছেন, অস্ট্রেলিয়ার শন এডওয়ার্ড ডেভিডস, বুলগেরিয়ার দিমিতার নিকোলভ ইলিয়েভ, ভারতের সাইয়েদ মোহাম্মদ এবং মালয়েশিয়ার টি কক কিং। তাদেরকে অভিবাসন আইন লঙ্ঘন থেকে শুরু করে মাদক পাচারের মামলায় বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছিল।

ইন্দোনেশিয়ার কারাগারগুলোতে নিয়মিতই ধারণক্ষমতার অতিরিক্ত বন্দী রাখা হয়। এখানকার কারাগারগুলো থেকে প্রায় বন্দী পালানোর ঘটনা ঘটে। সরকারি হিসেবে, কেরোবাকান কারাগারের ধারণক্ষমতা ৩২৩জনের হলেও এতে বন্দী রয়েছে ১ হাজার ৩৭৮জন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়