ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সৌদি শর্ত কাতারের জন্য কঠিন : যুক্তরাষ্ট্র

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৫, ২৬ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদি শর্ত কাতারের জন্য কঠিন : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, কাতারের ওপর থেকে অবরোধ প্রত্যাহারের জন্য সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের চারটি দেশ যেসব শর্ত দিয়েছে তার বেশ কয়েকটি পূরণ করা কঠিন।

রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেছেন।

৫ জুন সৌদি আরবসহ চারটি আরব দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং দেশটির বিরুদ্ধে অবরোধ আরোপ করে। গত বৃহস্পতিবার অবরোধ তুলে নেওয়ার শর্ত হিসেবে ১৩ দফা শর্তের তালিকা পাঠায় চার দেশ। তালিকার কয়েকটি শর্ত হচ্ছে, কাতারকে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা ও আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক বন্ধ করতে হবে। ওই  চার দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে হলে আগামী ১০ দিনের মধ্যে দোহাকে এসব শর্ত মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে টিলারসন অবশ্য বলেছেন, সংকট নিরসনে চার আরব দেশ ও কাতার  বৈঠকে বসা প্রয়োজন।

তিনি বলেন, ‘পরবর্তী কার্যকর পদক্ষেপ হওয়া উচিৎ, প্রত্যেক দেশকে একসঙ্গে বসে আলোচনা শুরু করা।’ কঠিন হওয়ার পরও কাতার চার দেশের শর্তগুলো পর্যালোচনা শুরু করেছে বলেও জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী



রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়