ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কাতারকে সমর্থন দিয়েছে ইরান

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ২৬ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাতারকে সমর্থন দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর সঙ্গে বিরোধে কাতারের প্রতি সমর্থন জানিয়েছে ইরান। রোববার দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি কাতারের ওপর আরোপ করা ‘অবরোধকে অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

রোববার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট রুহানি।

এ সময় তামিমকে রুহানি বলেছেন, ‘ তেহরান কাতারি জাতি ও সরকারের পাশে আছে । আমরা বিশ্বাস করি, একই অঞ্চলের দেশগুলোর মধ্যে যদি কোনো বিরোধ দেখা দেয়, চাপ, হুমকি বা অবরোধ সেই বিরোধ দূর করার সঠিক পথ নয়।’

তিনি বলেন, ‘কাতারের অবরোধ আমাদের কাছে অগ্রহযোগ্য। ভ্রাতৃপ্রতিম ও প্রতিবেশী দেশ হিসেবে আমাদের দেশের আকাশপথ, ভূমি ও সাগর কাতারের জন্য সবসময় খোলা থাকবে।’

৫ জুন সৌদি আরবসহ চারটি আরব দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং দেশটির বিরুদ্ধে অবরোধ আরোপ করে। গত বৃহস্পতিবার অবরোধ তুলে নেওয়ার শর্ত হিসেবে ১৩ দফা শর্তের তালিকা পাঠায় চার দেশ। তালিকার কয়েকটি শর্ত হচ্ছে, কাতারকে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা ও আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক বন্ধ করতে হবে। ওই চার দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে হলে আগামী ১০ দিনের মধ্যে দোহাকে এসব শর্ত মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কাতার জানিয়েছে, তারা সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর দেওয়া শর্ত পর্যালোচনা করে দেখছে।



রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়