ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আসাদ রাসায়নিক হামলার পরিকল্পনা করছেন’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৩, ২৭ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আসাদ রাসায়নিক হামলার পরিকল্পনা করছেন’

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাসায়নিক হামলার পরিকল্পনা করছেন বলে দাবি করেছে হোয়াইট হাউজ। সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউজ হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ ধরণের কিছু করা হলে আসাদ সরকারকে ‘চরম মূল্য’ দিতে হবে।

হোয়াইট হাউজের মুখপাত্র সন স্পাইসার বিবৃতিতে বলেছেন, ‘ আসাদ সরকারের আরেকটি রাসায়নিক হামলার পরিকল্পনার কথা জানতে পেরেছে যুক্তরাষ্ট্র। এই হামলায় শিশুসহ বেসামরিক নাগরিকদের ব্যাপক প্রাণহানি ডেকে আনবে।

এতে দাবি করা হয়, গত ৪ এপ্রিলে যে রাসায়নিক হামলা চালানো হয়েছিল, আসাদ সরকার কার্যক্রমে সে ধরণের প্রস্তুতি দেখা গেছে।

সন স্পাইসার বলেন, ‘আসাদ যদি রাসায়নিক অস্ত্র দিয়ে আরেকটি গণহত্যা চালান, তাহলে তাকে ও তার সেনাবাহিনীকে চরম মূল্য দিতে হবে।’

যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র আসাদ সরকার এপ্রিলে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত খান শেইখুন শহরে রাসায়নিক হামলা চালিয়েছিল। তবে সিরিয়া সরকার এ দাবি অস্বীকার করে আসছে। তাদের দাবি, এটি যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ সাজানো অভিযোগ।



রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়