ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লিবিয়া উপকূলে ২৪ অভিবাসীর মৃতদেহ উদ্ধার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৬, ২৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লিবিয়া উপকূলে ২৪ অভিবাসীর মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলির উপকূল থেকে ২৪ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির উপকূলরক্ষীরা এ তথ্য জানিয়েছে।

তাজুরা জেলার বাসিন্দারা জানিয়েছেন, গত সপ্তাহের শেষ দিকে ভূমধ্যসাগরের তীরে লাশ ভেসে আসা শুরু হয়। কয়েকটি মৃতদেহের কিছু অংশ কুকুরে খুবলে খেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবারের নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে গত সপ্তাহে শতাধিক অভিবাসী ডুবে যায়।

জার্মান একটি সাহায্যকারী গ্রুপ জানিয়েছে, সোমবার রাতে ভূমধ্যসাগর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একই সময় কয়েক হাজার লোককে সাগর থেকে উদ্ধার  করা হয়েছে।

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, সোমবার রাতে প্রায় পাঁচ হাজার অভিবাসীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয়েছে।

জাংগেন রেটেট নামের ওই জার্মান সংস্থাটি বলেছে, ‘সব ধরণের চেষ্টা সত্ত্বেও রবারের নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে।

গত জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৭২ হাজার শরণার্থী ইতালি পৌঁছেছে।  এই সংখ্যা ২০১৬ সালের চেয়ে ২০ শতাংশ বেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসেব অনুযায়ী, এই সময় দুই হাজারেরও বেশি শরনার্থী সাগর পাড়ি দিতে যেয়ে মারা গেছে।



রাইজিংবিডি/ঢাকা/২৮ জুন ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়