ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্রাজিলের প্রেসিডেন্টের বাসভবনে গাড়ি নিয়ে হামলা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩০, ২৯ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রাজিলের প্রেসিডেন্টের বাসভবনে গাড়ি নিয়ে হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেলে টিমারের সরকারি বাসভবনে গাড়ি নিয়ে হামলা  চালিয়েছে এক ব্যক্তি। বুধবার ওই ব্যক্তি তার গাড়িটি নিয়ে সোজা বাসভবনের মূলফটকে আঘাত হানে।

নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই সময় প্রেসিডেন্ট বাসভবনে ছিলেন না। গাড়ি নিয়ে দ্রুত গতিতে বাসভবনের ফটকে আঘাত হানার আগ মুহূর্তে নিরাপত্তা রক্ষীরা চালককে সতর্ক করার জন্য ফাঁকা গুলি ছোঁড়ে। তবে চালক গাড়ি না থামিয়ে সোজা ফটকে আঘাত হানে। গাড়িটি সেখানেই থেমে গেলে পরে তাকে আটক করা হয়। গাড়িচালক প্রাপ্তবয়স্ক নয় বলেও জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

প্রেসিডেন্ট টিমারের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে।চলতি সপ্তাহের প্রথম দিকে আদালতে প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। আদালত এ বিষয়ে পার্লামেন্টে আলোচনার নির্দেশ দিলেই আইনপ্রণেতারা পরবর্তী পদক্ষেপ নেবেন। টিমারের পদত্যাগ দাবিতে ইতিমধ্যে বিক্ষোভ করেছে ব্রাজিলের জনগণ। তবে টিমার ক্ষমতা ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়