ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘ধর্ম ছাড় নাহলে সাজা খাট’

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০২, ১৯ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ধর্ম ছাড় নাহলে সাজা খাট’

আন্তর্জাতিক ডেস্ক : চীনের কমিউনিস্ট পার্টি তাদের সদস্যদের হুঁশিয়ার করে দিয়েছে, ‘ধর্ম ছাড় নাহলে সাজা খাট।’

হুঁশিয়ারিতে বলা হয়েছে, সদস্যদের ধর্ম ত্যাগ করা উচিত এবং তাদের মার্ক্সবাদী নাস্তিক হিসেবে দৃঢ় থাকা উচিত।

চীনের গ্লোবাল টাইমসের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

চীনের কমিউনিস্ট পার্টি সাংগঠনিকভাবে নাস্তিকতায় বিশ্বাসী। কিন্তু চীনের সংবিধান পরিষ্কারভাবে ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা দিয়েছে।

চীনের ধর্মবিষয়ক পরিচালক ওয়াং জুওয়ান বলেছেন, ‘দলের সদস্যদের ধর্ম বিশ্বাস থাকা উচিত নয়, সবার জন্যই এটি রেড লাইন।’

যুক্তরাষ্ট্রের থিংক ট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশন্স মনে করে, ওয়াংয়ের বক্তব্য কমিউনিস্ট পার্টির সাংগঠনিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ধর্মের প্রতি তাদের সহনশীলতা চর্চার দীর্ঘ ইতিহাস থাকলেও দলের ৯ কোটি সদস্যের জন্য ধর্মীয় বিশ্বাস লালন করা নিষিদ্ধ।

চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে প্রায়ই দাবি ওঠে, যেসব সদস্য ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, তাদের দল থেকে বাদ দেওয়া হোক। বিষয়টি আবারো দলের সদস্যদের মনে করিয়ে দিলেন ওয়াং। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অর্থনৈতিক উন্নয়ন বা সাংস্কৃতিক ভিন্নতার নামে দলের সদস্যদের ধর্মীয় কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত হওয়া নিষিদ্ধ।

ওয়াং আরো বলেন, ‘মার্ক্সবাদী নাস্তিকতায় দৃঢ় থাকবে দলের সদস্যরা, দলীয় নিয়ম মেনে চলবে এবং দলীয় বিশ্বাসে অটুট থাকবে... তাদেরকে ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাস লালনের সুযোগ দেওয়া হবে না।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়