ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তিব্বতে সামরিক সরঞ্জাম মোতায়েন চীনের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ১৯ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিব্বতে সামরিক সরঞ্জাম মোতায়েন চীনের

আন্তর্জাতিক ডেস্ক : তিব্বতে ভারী সামরিক সরঞ্জাম মোতায়েন করছে চীন। বুধবার চীনের সামরিক বাহিনীর মুখপাত্র পিএলএ ডেইলি এ তথ্য জানিয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, কয়েক লাখ টনের এসব সরঞ্জাম তিব্বতের উত্তরাংশে অবস্থিত কুনলুন পার্বত্য অঞ্চলে মোতায়েন করা হয়েছে। ভারতের সঙ্গে দোকলাম অঞ্চল নিয়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে এসব সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

সম্প্রতি সিকিম সীমান্তে দোকলাম এলাকা নিয়ে ভারত ও চীনের সেনা  প্রায় মুখোমুখি অবস্থান নিয়েছে। গত মাসে চীন দোকলাম মালভূমিতে একটি রাস্তা নির্মাণ করতে গেলে পরিস্থিতির অবনতি ঘটে। ভূটান দাবি করছে এটা তার এলাকা এবং এ বিষয়ে দেশটি ভারতের সাহায্য চেয়েছে। ভূটানের সাহায্যে ভারত দ্রুত এগিয়ে যায় এবং সেখানে সেনা মোতায়েন করে।

চীনা সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, সোমবার  দোকলাম এলাকায় চীনা সেনারা ১১ ঘণ্টা ধরে তাজা গুলির মহড়া চালিয়েছে। মহড়ায় চীনের এক ব্রিগেড সেনা অংশ নেয় এবং রকেট লাঞ্চার, ভারী মেশিনগান ও মর্টার ব্যবহার করা হয়। এছাড়া, সেনারা শত্রুর বিমান শণাক্তকরণ ও তা ধ্বংসের ব্যবস্থাও যোগ করে মহড়ায়।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়