ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ইরানের সাংস্কৃতিক মিশন বন্ধের নির্দেশ কুয়েতের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ২০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানের সাংস্কৃতিক মিশন বন্ধের নির্দেশ কুয়েতের

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েত সে দেশে অবস্থিত ইরানের সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ ও দূতাবাসের কূটনীতিবিদদের সংখ্যা হ্রাস করার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার দেশটির আদালতে ২০১৫ সালে জেল ভেঙ্গে সন্ত্রাসী পালিয়ে যাওয়ার এক মামলার রায়ের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আদালত আল-আব্দালি গোষ্ঠীর কিছু সদস্যের বিরুদ্ধে কারাদণ্ডের রায় দেয়ার পর এই গোষ্ঠীর ১৪ জন সদস্য জেল ভেঙ্গে পালিয়ে যায়। এসব লোকদের সঙ্গে ইরান ও হিজবুল্লাহর সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছিল।

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেইউএনএ জানিয়েছে,   দেশটিতে অবস্থিত ইরানি সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি ইরানি কূটনীতিবিদের সংখ্যা কমানোর সিদ্ধান্তও নেয়া হয়েছে। ইরানের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে এনে কূটনীতিকের সংখ্যা কমিয়ে আনার জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কুয়েতি সূত্র জানিয়েছে, ইরানি কূটনীতিবিদের সংখ্যা ১৯ থেকে কমিয়ে ৯-তে করা হয়েছে। কুয়েত ত্যাগের জন্য ইরানি কূটনীতিবিদদের ৪৫ দিন সময় বেঁধে দেয়া হবে।



রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়