ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সুইজারল্যান্ডে করাত হামলায় আহত ৫

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুইজারল্যান্ডে করাত হামলায় আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের  যন্ত্রচালিত করাত হামলায় পাঁচজন আহত হয়েছেন। সোমবার সাফহাউসেন শহরে এক ব্যক্তি এ হামলা চালিয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম ফ্রাঞ্জ রুসিস। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য বীমা অফিসে সে হামলা চালায়। ধারণা করা হচ্ছে, ৫১ বছরের রুসিসের কাছে এখনো করাতটি রয়েছে। চরম বিপজ্জনক আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। তার বিরুদ্ধে এর আগে অস্ত্রসংক্রান্ত দুটি অভিযোগ দায়ের করা হয়েছিল।

সুইস ইনফো নামে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তবে আহত পাঁচজনই আশঙ্কামুক্ত।

সাফহাউসেন জার্মান সীমান্তঘেঁষা। এই শহরে ৩৬ হাজার বাসিন্দা রয়েছে। ফ্রাঞ্জ রুসিসের খোঁজে জার্মান ও সুইজারল্যান্ডের প্রায় ১০০ পুলিশ কাজ করছে বলে জানিয়েছে বিবিসি।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়