ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুম্বাইয়ে চারতলা ভবনে ধসে নিহত ১২

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ২৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুম্বাইয়ে চারতলা ভবনে ধসে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের ঘাটকোপারে একটি চারতলা বাড়ি ভেঙ্গে পড়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঘাটকোপারের দামোদর পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিনির্বাপন বাহিনীর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো প্রথমে জানিয়েছিল, নিহতের সংখ্যা চার। এছাড়া ভেঙে পড়া বাড়িটির মধ্যে অন্তত ৩০ জন আটকে রয়েছেন।

মুম্বাই মিউনসিপ্যালের কর্মকর্তারা জানিয়েছেন, চারতলা ওই ভবনটির নিচতলায় নার্সিং সেন্টার ও ম্যাটার্নিটি ক্লিনিক ছিল। তবে সম্প্রতি ভবনটির সংস্কার কাজ হওয়ায় এতে রোগীর সংখ্যা কম ছিল।

আটকেপড়াদের উদ্ধারে অগ্নিনির্বাপন ইউনিটের ১৪টি গাড়ি কাজ করছে। এর পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীরাও কাজ করছে।

প্রসঙ্গত, বহুতল ভেঙে পড়ার ঘটনা মুম্বাইয়ে নতুন নয়। অধিকাংশ ক্ষেত্রেই নিম্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের জেরে এই সব বিপর্যয় ঘটে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়