ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আল-আকসায় নামাজ আদায়ের আহ্বান মুসলিম নেতাদের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ২৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আল-আকসায় নামাজ আদায়ের আহ্বান মুসলিম নেতাদের

আন্তর্জাতিক ডেস্ক : আল-আকসা মসজিদ প্রাঙ্গন থেকে ইসরায়েল সব ধরণের নজরদারি ও নিরাপত্তামূলক ব্যবস্থা প্রত্যাহার করে নেওয়ার পর মুসলিম নেতারা সেখানে নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার মসজিদের রক্ষণাবেক্ষণকারী ইসলামিক ওয়াকফ্ কর্তৃপক্ষ এ আহ্বান জানিয়েছে।

গত ১৪ জুলাই আল-আকসা মসজিদ প্রাঙ্গনে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইসরায়েলি কর্তৃপক্ষ মসজিদটি বন্ধ করে দেয়। এর দুদিন পর মসজিদটি খুলে দেওয়া হলেও নিরাপত্তা ব্যবস্থার অজুহাতে সেখানে ধাতব শনাক্তকরণ যন্ত্র ও সিসি ক্যামেরা বসানো হয়। এর প্রতিবাদে শুক্রবার মুসুল্লিরা মসজিদের বাইরে নামাজ আদায় করে। মসজিদ খুলে দেওয়া ও নিরাপত্তা-নজরদারি যন্ত্র অপসারণের দাবিতে গত কয়েকদিনে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে ইসরায়েলি কর্তৃপক্ষ মসজিদ প্রাঙ্গন থেকে সবধরণের নিরাপত্তা নজরদারি বস্তু সরিয়ে নেয়।

ইসলামিক ওয়াকফ কাউন্সিলের পরিচালক আব্দেল আজিম সালহাব বৃহস্পতিবার  বলেছেন, ‘আমরা আঙ্গিনায় নামাজ আদায় করতে সমর্থ্য হব।’

তিনি বলেন, ‘ইসরায়েলের দখলদার বাহিনী দশকের পর দশক ধরে আল-আকসা মসজিদের আঙ্গিনা অপবিত্র করার চেষ্টা করে আসছে। এখন আপনারা বিজয়ের নতুন যুগে বাস করছেন। যারা বিক্ষোভের জন্য জমায়েত হয়েছিলেন তাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাই।’



রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়