ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বন্যা পরিস্থিতি: মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ১৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্যা পরিস্থিতি: মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক : বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

রোববার এক নির্দেশনায় মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

দুর্যোগ মন্ত্রণালয় থেকে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিসিপি) এবং সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীর সরকারি ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হলো।

নির্দেশনায় আরো বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন অঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এবং আওতাধীন অধিদপ্তর সংস্থার সব কর্মকর্তা ও কর্মচারীর সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকা জরুরি।



রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৭/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়