ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বন্ধ হচ্ছে বিগ বেন

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ১৪ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্ধ হচ্ছে বিগ বেন

আন্তর্জাতিক ডেস্ক : আগামী সপ্তাহ থেকে চার বছরের জন্য বন্ধ হয়ে যাচ্ছে লন্ডনের ঐতিহ্যবাসী বিগ বেন। ১৫৭ বছর  ধরে ঢং ঢং করে ঘন্টার জানান দেওয়া বিগ বেন  স্থানীয় সময় সোমবার দুপুরে শেষ ঘন্টাধ্বনি দেবে।

দীর্ঘমেয়াদি সংস্কারের জন্যই বিগ বেন বন্ধ রাখতে যাচ্ছে লন্ডন কর্তৃপক্ষ। এর আগে সংস্কারের জন্য ২০০৭ সালে বিগ বেন বন্ধ রাখা হয়েছিল।

১৮৫৮ সালে গর্বের প্রতীক হিসাবে লন্ডনের প্রাণকেন্দ্রে বিগ বেনকে দাঁড় করানো হয়। একে এলিজাবেথ টাওয়ারও বলা হয়ে থাকে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চতুর্মুখী এই ঘড়ি ব্রিটেনের ঐতিহ্যকে বহন করে চলেছে। লন্ডনে ঘুরতে গেলে বিগ বেন দর্শন করবেন না বা করেননি, এমন পর্যটক খুব কমই আছে। 

ঘড়ির তত্ত্বাবধায়ক স্টিভ জ্যাগস জানিয়েছেন, টাওয়ারের উল্লেখযোগ্য সংস্কারের জন্য ঘড়িটি বন্ধ রাখতে হচ্ছে।

তিনি বলেন, ‘জরুরি প্রকল্পের এই কাজ ঘড়িটিকে তার নিজের বাড়ি এলিজাবেথ টাওয়ারের সুরক্ষা ও সংরক্ষণের মাধ্যমে দীর্ঘ মেয়াদের নিরাপত্তা দেবে।

প্রকল্পটির প্রধান প্রকৌশলী অ্যাডাম ওয়াট্রোবস্কি জানিয়েছেন, টাওয়ারে নতুন করে লিফট, টয়লেট ও রান্নাঘরসহ বেশ কিছু সুযোগসুবিধা যুক্ত করা হবে। এছাড়া আরো প্রয়োজনীয় কিছু সংস্কার কাজ করা হবে যার ফলে ভবনটি আরো উপযুক্ততা পাবে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়