ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বর্ণবাদী’ ভাস্কর্য অপসারণকে বোকামীপূর্ণ বললেন ট্রাম্প

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ১৭ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বর্ণবাদী’ ভাস্কর্য অপসারণকে বোকামীপূর্ণ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের চার্লটিসভিলের ইমানসিপেশন পার্ক থেকে ‘কনফেডারেট’ জেনারেলের ভাস্কর্য অপসারণের ঘটনাকে ‘দুখঃজনক’ ও ‘বোকামীপূর্ণ’ বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন।

গত শনিবার  আমেরিকার গৃহযুদ্ধে দাসপ্রথার পক্ষে ‘কনফেডারেট’ বাহিনীকে নেতৃত্ব দেওয়া জেনারেল রবার্ট ই লি এর ভাস্কর্য অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে সকালে সমবেত হন শেতাঙ্গ বর্ণবাদীরা। কনফেডারেট পতাকা নিয়ে নাৎসি আমলের নানা স্লোগান সহকারে পার্কের ওই ভাস্কর্য অভিমুখে যাত্রা করেন। এ সময় অনেকের মাথায় হেলমেট, হাতে ঢাল ও রাইফেল ছিল। তাদের বিরোধিতা করে কয়েকশ মানুষ ওই এলাকায় সমবেত হন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। কয়েক ঘন্টা পর উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় পার্কটি থেকে দুই ব্লক দূরে বিরোধীদের ভিড়ে একটি চলন্ত গাড়ি ঢুকিয়ে দেওয়া হয়। এতে ৩২ বছর বয়সী এক নারী নিহত হয় ।

বৃহস্পতিবার ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘দুখেঃর সঙ্গে দেখতে হচ্ছে যে, সুন্দর ভাষ্কর্য ও স্থাপনা অপসারণের মাধ্যমে আমাদের মহান দেশের ইতিহাস ও সংস্কৃতি বিচ্ছিন্ন করা হচ্ছে। আপনি ইতিহাস বদলাতে পারবেন না। তবে আপনি এর থেকে শিখতে পারবেন।’

আরেকটি টুইটে ট্রাম্প লিখেছেন, ‘রবার্ট ই লি, স্টোনওয়াল জ্যাকসন-এরপর কে, ওয়াশিংটন, জেফারসন? একেবারেই বোকামীপূর্ণ!’

চার্লটিসভিলের ওই ঘটনায় ট্রাম্প এর আগে উভয়পক্ষকে দায়ী করেছিলেন। তিনি বলেছিলেন, ‘এদের মধ্যে একপক্ষে ছিল খারাপদের একটি দল, আবার অন্যপক্ষে যারা ছিল তারাও ছিল খুবই সহিংস।’




রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়