ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাসতে গিয়ে মৃত্যু

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাসতে গিয়ে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : হাসতে হাসতে ছাদের কিনারা থেকে পড়ে গিয়ে যুক্তরাষ্ট্রে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। গত সোমবার মেক্সিকোতে এ ঘটনা ঘটেছে বলে রোববার জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।

পেনসেলভানিয়ার চার্লস এ হস্টন মিডল স্কুলের শিক্ষিকা শ্যারন রেজলি তার মেয়েকে নিয়ে ছুটি কাটাতে মেক্সিকোতে এক বন্ধুর বাসায় গিয়েছিলেন।

শ্যারনের ভাই ডেভিড রেজলি ফক্স নিউজকে জানিয়েছেন, সোমবার তিনি মেয়েকে নিয়ে ছাদের সীমানা প্রাচীরের ওপরে বসে ছিলেন। কথাবার্তার এক পর্যায়ে তিনি প্রচণ্ড হাসতে শুরু করেন এবং ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এতে তিনি মস্তিস্কে ও দেহের কয়েকটি স্থানে গুরুতর আঘাত পান। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ডেভিড জানান, এ ঘটনায় মদের কোনো প্রভাব ছিল না। বরঞ্চ যুক্তরাষ্ট্রের মতো মেক্সিকোতে ভবন নির্মাণ কোড কঠোরভাবে মেনে চলা হয় না। ছাদের ওই সীমানা প্রাচীরে আলাদা কোনো বেষ্টনি ছিল না। এ কারণেই তার বোন পড়ে গেছে।



রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়