ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইরান-সৌদি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ২৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইরান-সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইরান। বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, শিগগিরই রিয়াদ ও তেহরান সফরের জন্য দেশটি দুটি নিজেদের মধ্যে কূটনীতিক বিনিময় করবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ইরানের বার্তা সংস্থা আইএসএনএকে জানিয়েছেন, হজের শেষে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই সফর হতে পারে।

তিনি বলেন, ‘সফরের জন্য উভয় পক্ষে ভিসা দেওয়া হয়েছে। আমরা চূড়ান্ত পদক্ষেপের জন্য অপেক্ষা করছি, যাতে কূটনীতিকরা দুই দেশের দূতাবাস ও কনস্যুলেটগুলো পরিদর্শন করতে পারেন।’

গত বছরের জানুয়ারিতে সৌদি আরবে বসবাসকারী শীর্ষ ধর্মীয় নেতাকে মৃত্যুদণ্ড দেয় রিয়াদ। এর প্রতিবাদে ইরানি বিক্ষোভকারীরা তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালায়। এতে ক্ষুব্ধ হয়ে তেহরানের দূতাবাস বন্ধ এবং ইরানের সঙ্গে সম্পর্কে ছিন্নের ঘোষণা দেয়। এছাড়া সিরিয়া, ইরাক ও ইয়েমেনে ইরানের হস্তক্ষেপ নিয়ে সৌদি আরবের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। সর্বশেষ ইরানকে সহযোগিতার অভিযোগ তুলে প্রতিবেশী কাতারের সঙ্গেও সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব।



রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়