ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চীনে টাইফুন হাটোর আঘাত, মৃত ১২

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৮, ২৪ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চীনে টাইফুন হাটোর আঘাত, মৃত ১২

বুধবার টাইফুন হাটোর আঘাতে স্থবিরতা নেমে আসে ব্যস্ত হংকংয়ে

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী টাইফুন হাটোর আঘাতে ১২ জন মারা গেছে এবং আহত হয়েছে কয়েক শত মানুষ।

বুধবার টাইফুন হাটোর প্রভাবে গুয়াংডং প্রদেশের ঝুহাই শহরে প্রচণ্ড ঝড়ো বাতাসসহ ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। হংকং কর্তৃপক্ষ ১০ নম্বর টাইফুন সতর্কতা জারি করে, যা সর্বোচ্চ সতর্কতার পর্যায়। হংকং অঞ্চল এবং ম্যাকাউয়ে সর্বোচ্চ ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়।

টাইফুন হাটোতের আঘাতে ব্যাপক বন্যা, বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় এবং ধ্বংসযজ্ঞ হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, চীনের মূল ভূখণ্ডের ২৭ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে ভূমিধস, বন্যা ও ভূভাগে বিপর্যয়ের সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।

হংকংয়ের আবহাওয়া অফিস জানিয়েছে, টাইফুন হাটো কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার বেগে প্রবাহিত হয়েছে।

এ ঝড়ে মাকাউয়ে মারা গেছে আটজন এবং চারজন চীনের মূলখণ্ডে মারা গেছে। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আরেক ব্যক্তির মৃত্যু এখনো হিসাবে যুক্ত করা হয়নি।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বুধবার হংকংয়ে সব ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান, স্টেশন ও বিমানবন্দর বন্ধ রাখা হয়। মাত্র একটি বিমান এদিন অবতরণ করতে সক্ষম হয়। এ ঝড়ে হংকংয়ে প্রায় ১০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়