ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘দাউদ ইব্রাহিম সুস্থ, গত বছর দুবাই ছিলেন’

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দাউদ ইব্রাহিম সুস্থ, গত বছর দুবাই ছিলেন’

ইকবাল কাস্কার ও দাউদ ইব্রাহিম (ডানে)

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মোস্ট ওয়ান্টেড আসামি ও অন্ধকার জগতের ডন দাউদ ইব্রাহিম সুস্থ আছেন এবং গত বছর তিনি দুবাই ছিলেন।

দাউদের ভাই ইকবাল কাস্কার পুলিশি জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন। সম্প্রতি চাঁদবাজি মামলায় গ্রেপ্তার হন কাস্কার।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

এর আগে কিছু গণমাধ্যমে বলা হয়েছিল, ৬০ বছরের বেশি বয়সি দাউদ ইব্রাহিম গুরুতর অসুস্থ। তিনি ভারতে ফেরার জন্য সরকারের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছেন।

বৃহস্পতিবার মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ ঠ্যাকারে অভিযোগ করেন, দাউদ দেশে ফিরতে বিজেপির সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন। আগামী বছর সাধারণ নির্বাচনকে মাথায় রেখে বিজেপি এ ধরনের ফয়সালা করতে যাচ্ছে।

চাঁদাবাজির মামলায় দুই সহযোগীসহ ১৮ সেপ্টেম্বর গ্রেপ্তার হন কাস্কার। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি বলেন, গত বছর দুবাইয়ে তার স্ত্রী রিজওয়ানার সঙ্গে দাউদের স্ত্রী মেহজাবিন দেখা করেন। পাকিস্তানি পাসপোর্ট নিয়ে মেহজাবিন দুবাই গিয়েছিলেন।

কাস্কার জানিয়েছেন, গত বছর দুবাই থেকে রিজওয়ানার ফোন দিয়ে তিনি তার ভাবি মেহজাবিনের সঙ্গে শেষবার কথা বলেন। চার ছেলে-মেয়ে নিয়ে দুবাই থাকেন রিজওয়ানা। ফোনে আড়িপাতার ভয়ে ভারতে পরিবারের কারো সঙ্গে কথা বলেন না দাউদ।

কাস্কারের ভাষ্যমতে, দাউদ ইব্রাহিম এখন পাকিস্তানে। তার চার-পাঁচটি ঠিকানা রয়েছে। তবে তিনি অসুস্থ নন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়