ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বুধবার ট্যুরিজম ফেস্ট

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুধবার ট্যুরিজম ফেস্ট

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামী বুধবার রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে ট্যুরিজম ফেস্ট- ২০১৭ এর আয়োজন করা হয়েছে।

অ্যাভিয়েশন আ্যন্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) এই ট্যুরিজম ফেস্টের আয়োজন করছে।

উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক রিতা নাহার জানান, সকাল থেকেই উৎসবস্থলে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ তাদের পণ্য ও সেবাসমূহ প্রদর্শন করবে। বেলা সাড়ে ৩টায় আয়োজন করা হবে আলোচনা সভার। এতে অংশ নেবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আলোচনা শেষে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আদিবাসী ও ফোক নৃত্যের পাশাপাশি থাকবে লালন-বাউল ও ব্যান্ডদল জলের গানের সঙ্গীত পরিবেশনা।

এ ছাড়াও এদিন সকালে রাজধানীতে একটি র‌্যালির আয়োজন করবে অ্যাভিয়েশন আ্যন্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ।



রাইজিংবিডি/ঢাকা/২৪ সেপ্টেম্বর ২০১৭/হাসান/ইভা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়