ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘উত্তর কোরিয়াকে বেশি দিন টিকতে হবে না’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘উত্তর কোরিয়াকে বেশি দিন টিকতে হবে না’

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া সরকার আর ট্রাম্পের মধ্যে হুমকি পাল্টা হুমকি চলছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো এর হুঁশিয়ারির কয়েক ঘন্টার মাথায় মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আর বেশি দিন টিকতে হবে না উত্তর কোরিয়াকে।’

শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো বলেছেন, তাদের নেতা কিম জং উনকে‘রকেটম্যান’ বলার পর অনিবার্যভাবেই যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ড তাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যস্থলে পরিণত হয়ে গেছে।

শনিবার রাতে এর জবাবে ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘এই মাত্র উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনেছি। তিনিও যদি ছোট্ট ‘রকেটম্যান’-এর চিন্তাভাবনার প্রতিধ্বনি করের তাহলে তাদেরকে আর বেশি দিন টিকতে হবে না।’

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প পিয়ংইয়ংয়ের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হামলার মুখে পড়ে তাহলে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করা হবে। কিম জং উনকে বিদ্রুপ করে তিনি বলেছেন, ‘রকেটম্যান নিজেকে এবং তার দেশকে আত্মঘাতী অভিযানের দিকে পরিচালিত করছে।’ ট্রাম্পের এই ভাষণের একদিন পর বৃহস্পতিবার উত্তর কোরিয়র প্রেসিডেন্ট কিম জং উন হুঁশিয়ার দিয়ে বলেন, এ হুমকির জন্য যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ‘একজন দুর্বৃত্ত এবং আগুন নিয়ে খেলতে পছন্দ করেন এমন গ্যাংস্টার’বলেও মন্তব্য করেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/২৪ সেপ্টেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়