ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশিকে ঘুষি মারায় মালয়েশীয় অভিনেতার জরিমানা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ২৫ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশিকে ঘুষি মারায় মালয়েশীয় অভিনেতার জরিমানা

অভিনেতা শারনাজ আহমাদ

আন্তর্জাতিক ডেস্ক : এক বাংলাদেশিকে ঘুষি মারায় মালয়েশিয়ার জনপ্রিয় অভিনেতা শারনাজ আহমাদকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত। তাকে ১ হাজার ২০০ রিঙ্গিত (মালয়েশীয় মুদ্রা) জরিমানা করা হয়েছে। সোমবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্টার অনলাইন এ তথ্য জানিয়েছে।

স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, গাউস আলি নামে ওই বাংলাদেশি কুয়ালালামপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে কাজ করতেন। গাউসের মুখমন্ডলে ২২ জুলাই স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে অভিনেতা শারনাজ ঘুষি মারেন। এ ঘটনায় শারনাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আদালত তাকে পেনাল কোডের ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত করে। সোমবার বিচারপতি মহিউদ্দিন মোহাম্মদ সম শারনাজকে ১ হাজার ২০০ রিঙ্গিত জরিমানা করেন।

মালয়েশীয় চলচ্চিত্র জুভানাতে ‘লান টোডাক’ চরিত্রে অভিনয়ের সুবাদে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শারনাজ।



রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়