ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ২৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে বর্বর অভিযান বন্ধে কোনো ছাড় না দিতে নিরাপত্তা পরিষদকে পরামর্শ দিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।

বৃস্পতিবার নিরাপত্তা পরিষদে উন্মুক্ত সভার এক দিন আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ আহ্বান জানালো। চলমান রোহিঙ্গা সংকট নিয়ে এ সভায় বক্তব্য রাখবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

অ্যামনেস্টির ক্রাইসিস রেসপন্স ডিরেক্টর তিরানা হাসান বলেছেন, ‘মিয়ানমার সেনাবাহিনী জোরপূর্বক রোহিঙ্গাদের বিতাড়িত ও হত্যা করছে। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ, যা জাতিগত নিধন করছে।’ তিনি আরো বলেন, ‘বৃহস্পতিবার যখন তারা বৈঠকে বসবে, তারা নিশ্চয়ই নিজেদের কাছে জিজ্ঞাসা করবে, ইতিহাসের কোন পাশে তারা থাকতে চায় এবং এই দুঃস্বপ্ন বন্ধ করতে যা কিছু করার আছে, তারা তা করবে।’

তিরানা হাসান আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ব্যাপকভিত্তিক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে মিয়ানমারে সব ধরনের অস্ত্র, যুদ্ধের সরঞ্জামাদি ও সংশ্লিষ্ট উপাদন সরবরাহ বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেবে নিরাপত্তা পরিষদ।’ তিনি আরো বলেন, অন্যকোনো যেকোনোভাবে মিয়ানমারে অস্ত্র সরবরাহ বন্ধ করার ব্যবস্থাও করতে হবে।

মিয়ানমার সরকারের মদদে সেনাবাহিনী পরিচালিত বর্বর অভিযানের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ৫ লাখ রোহিঙ্গা। নিহত হয়েছে বিভিন্ন বয়সের সহস্রাধিক রোহিঙ্গা। সহিংসতা বন্ধে এর আগেও নিরাপত্তা পরিষদ আহ্বান জানিয়েছে। এবার জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে রোহিঙ্গা ইস্যুটি খুবই গুরুত্ব পেয়েছে। এরই ধারবাহিকতায় নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার বৈঠক করতে যাচ্ছে।

তথ্যসূত্র : প্রেস টিভি অনলাইন



রাইজিংবিডি/ঢাকা/২৮ সেপ্টেম্বর ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়