ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেডিয়েশন সোসাইটির ট্রেনিং প্রোগাম ২০-২১ ডিসেম্বর

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ২৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেডিয়েশন সোসাইটির ট্রেনিং প্রোগাম ২০-২১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি আগামী ২০-২১ ডিসেম্বর দুই দিনব্যাপী স্পেশাল ট্রেনিং প্রোগামের আয়োজন করেছে।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল আরবিট্রেশন অ্যান্ড মেডিয়েশন’ শীর্ষক এ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

দুই দিনব্যাপী ট্রেনিং প্রোগ্রামে প্রশিক্ষক হিসেবে থাকবেন চাটার্ড ইনস্টিটিউট অব আরবিট্রেটর্স (ইউকে) এর কোর্স ডিরেক্টর মি. ইনবাভিজান, চাটার্ড ইনস্টিটিউট অব আরবিট্রেটর্স ইউকের প্রশিক্ষক আনান্থ ম্যারাথিয়া ও প্রশিক্ষক দীপক নারায়ণ বিশ্বনাথ।

এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে ইচ্ছুকদের ১০ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে মেডিয়েশন সোসাইটির প্রশিক্ষণবিষয়ক পরিচালক অ্যাডভোকেট রাফিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

সম্প্রীতি বজায় রেখে মামলা-মোকাদ্দমা থেকে নিজেদের এড়ানোর জন্য জনগণকে উদ্ধুদ্ধ করা এবং স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষজ্ঞ মেডিয়েটর তৈরি করতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি কাজ করছে।



রাইজিংবিডি/ঢাকা/২৮ সেপ্টেম্বর ২০১৭/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়