ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রধান বিচারপতিকে দায়িত্বে পুনর্বহালের দাবি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ৮ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধান বিচারপতিকে দায়িত্বে পুনর্বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দায়িত্বে পুনর্বহালের দাবি জানিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ঢাকা আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার  সিনহাকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে। আমরা অবিলম্বে প্রধান বিচারপতিকে স্বপদে বহাল দেখতে চাই।

বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দাবি জানান তারা।

মানববন্ধনে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাচ্চু, প্রাক্তন সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, মহসীন মিয়া, জিয়া উদ্দিন জিয়া, খায়রুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০১৭/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়