ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কঙ্গোয় ৩০ পর্যটককে অপহরণ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ৮ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কঙ্গোয় ৩০ পর্যটককে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ কঙ্গোতে ৩০জন পর্যটককে অপহরণের ঘটনা ঘটেছে। এদের অধিকাংশকেই সন্ত্রাসীরা হত্যা করেছে বলে রোববার জানিয়েছে দেশটির সেনাবাহিনী ও এক আইনপ্রণেতা।

বেনি শহরের কাছে এই ঘটনা ঘটেছে। এসব পর্যটককে হত্যার বিষয়টি সত্য হলে তা হবে এই অঞ্চলে চলতি বছরের সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে হত্যার ঘটনা।

পার্লামেন্টের সদস্য বরিস মায়েলিজো জানান, ৩০ বেসামরিক নাগরিক রোববার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে নর্থ কিভু প্রদেশের বেনি এলাকার প্রধান সংযোগ সড়ক থেকে এসব পর্যটকদের অপহরণ করে সন্ত্রাসীরা।এদের অধিকাংশকে হত্যা করা হয়েছে।

ওই এলাকা থেকে নির্বাচিত আইনপ্রণেতা আলবার্ট বালিসিমা কাদুকিমা জানান, সন্ত্রাসীরা দুই নারীকে মুক্তি দিয়েছে। তারা স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়েছেন, সন্ত্রাসীরা ১২জনেরও বেশি অপহৃতের জিহ্বা কেটে দিয়েছে।

পার্লামেন্টের এই দুই সদস্য ও সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এসব সন্ত্রাসী অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্সেস নামে উগান্ডার একটি ইসলামি গ্রুপের সদস্য। তারা কঙ্গো ও উগান্ডার সীমান্ত এলাকায় সক্রিয় রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়