ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাকিস্তানকে ম্যাচে ফেরালেন বোলাররা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৫, ৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানকে ম্যাচে ফেরালেন বোলাররা

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের পেসারদের দাপটে ছন্নছাড়া শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার। প্রথম ইনিংসে রানের পাহাড় গড়লেও দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের পেসারদের তোপে পুড়েছে লঙ্কানরা। বোলাররা পাকিস্তানকে ফিরিয়ে এনেছে ম্যাচে।

আবুধাবিতে দুই দলের দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা সবকটি উইকেট হারিয়ে ৪৮২ রান সংগ্রহ করে। জবাবে প্রথম ইনিংসে ২৬২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ২২০ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ফ্লপ লঙ্কান ব্যাটসম্যানরা। ৩৪ রান তুলতেই সফরকারীদের অর্ধেক ব্যাটসম্যান সাজঘরে। রোববার দ্বিতীয় দিনের খেলা শেষে ২৫৪ রানে এগিয়ে দিনেশ চান্দিমালের দল।

পাকিস্তানকে শেষ বিকেলে ম্যাচে ফিরিয়ে আনেন পেসার ওয়াহাব রিয়াজ। ১০ রানে ৩ উইকেট নেন ওয়াহাব। ৩.৩ ওভারেই ওয়াহাব লঙ্কান ব্যাটিং অর্ডার গুড়িয়ে দেন। এছাড়া ১টি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও ইয়াসির শাহ। কুশল মেন্ডিস ৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
 


রোববার পুরো দিনটি ছিল বোলারদের। সব মিলিয়ে এদিন ১৫ উইকেট পকেটে পুড়েছেন বোলাররা। ব্যাটসম্যানরা করেছেন মাত্র ২৪৫ রান। অথচ প্রথম দুদিন ১০ উইকেটে রান হয়েছিল ৫৩৩।

বিনা উইকেটে ৫১ রানে দিন শুরু করা পাকিস্তান সবকটি উইকেট হারায় মাত্র ২১১ রানে। শেষ সেশনে ৫ উইকেট হারিয়ে দ্রুত অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন আজহার আলী। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান আসে হারিস সোহেলের ব্যাট থেকে। বল হাতে শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নেন দিলরুয়ান পেরেরা ও রঙ্গনা হেরাথ।

দ্বিতীয় টেস্টের ম্যাচেই নাটাই লঙ্কানদের হাতে। প্রথম টেস্টে ১৩৬ রানের টার্গেটে ২১ রানে হেরেছিল পাকিস্তান। এবার লক্ষ্যটা আরও অনেক বড়। এ ম্যাচ হারলে সিরিজও হারবে সরফরাজ আহমেদের দল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৭/ইয়াসিন/টিপু  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়