ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সাদা বাঘের থাবায় প্রাণ গেল...

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৮, ৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাদা বাঘের থাবায় প্রাণ গেল...

বানেরঘাটা ন্যাশনাল পার্কে সাদা বাঘ

আন্তর্জাতিক ডেস্ক : দুটি সাদা বাঘের থাবায় প্রাণ গেল পার্কের এক রক্ষীর।

ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর পাশে বানেরঘাটা বায়োলজিক্যাল পার্কে রোববার এ মর্মান্তিক ঘটনা ঘটে।

খাঁচার ভেতরে খাবার দিতে গেলে অন্য পাশের দরজা দিয়ে প্রবেশ করে দুটি সাদা বাঘের শাবক আনজি নামে রক্ষীর ওপর আক্রমণ করে। কয়েকটি থাবা বসায় তার ওপর। এতে ৪০ বছর বয়সি আনজির মৃত্যু হয়।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এক সপ্তাহ আগে পার্কের রক্ষী হিসেবে কাজে যোগ দেন আনজি। রোববার তিনি খাঁচার ভেতর বাঘের জন্য খাবার রাখতে যান। কিন্তু তার জানা ছিল না, অন্য পাশের দরজা খোলা, যেখানে বাঘ শাবক দুটি বিশ্রাম নিচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাঘ শাবক দুটি আনজির ওপর হামলা করলে তিনি বেরিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু ‘সৌভাগ্য’ নামের শাবকটি তার ওপর হামলে পড়ে। দ্বিতীয় শাবকটিও তার সঙ্গে যুক্ত হয়। এদের উপর্যুপরি থাবায় আনজির মৃত্যু হয়।

এই পার্কে দুই বছর আগে এক সিংহের আক্রমণে মারাত্মক জখম হন আরেক রক্ষী। সম্প্রতি রয়েল বেঙ্গল টাইগারদের আক্রমণে মারা যায় একটি সাদা বাঘ।

বানেরঘাটা ন্যাশনাল পার্কের ওয়েবসাইট অনুযায়ী, ১ হাজার ৩৪৬ একর জায়গাজুড়ে গড়ে তোলা এই পার্কে রয়েল বেঙ্গল টাইগার, চিতা, সাদা বাঘসহ ১ হাজার ৯৪১টি প্রাণী রয়েছে। ১৯৭০ সালে পার্কটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৪ সালে জাতীয়করণ হয়।

তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়