ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সাব রেজিস্ট্রার ও ব্যাংক কর্মকর্তাসহ গ্রেপ্তার ৩

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ১০ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাব রেজিস্ট্রার ও ব্যাংক কর্মকর্তাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : একই দলিল বন্ধক রেখে তিন ব্যাংকের এক কোটি ৩৭ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের দুই মামলায় সাব রেজিস্ট্রার, ব্যাংক কর্মকর্তাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 মঙ্গলবার দুপুরে নোয়াখালীর মাইজদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য  জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ব্র্যাক ব্যাংক চৌমুহনী শাখার কাস্টমার রিলেশন অফিসার মো. রেজাউল ইসলাম, নোয়াখালী সদরের প্রাক্তন সাব রেজিস্ট্রার কেরামত আলী হাওলাদার ও প্রাক্তন মোহরার আলাউদ্দিন।

এর আগে ওই অর্থ আত্মাতের অভিযোগে সাত জনকে আসামি করে দুদক নোয়াখালী সমন্বিত জেলা কাযালয়ের সহকারী পরিচালক আল মামুন বাদি হয়ে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা করেন।

মামলায় ব্র্যাক ব্যাংকের দুই কর্মকর্তা, ঋণ গ্রহীতা, গ্যারান্টর, সাবেক সাব রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রি অফিসের দুই মোহরারকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বেগমগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস থেকে ২০১০ সালে ৭ শতাংশ ভূমির মূল্য সাড়ে ১০ লাখ টাকা দেখিয়ে দলিলের আসল কপি জমা রেখে ট্রাস্ট ব্যাংকের চৌমুহনি শাখা থেকে ৪০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন আসামি মো. হাফেজ রহমত উল্যা।

এরপর রহমত উল্যা তার স্ত্রী মাহবুবা আক্তারকে গ্যারান্টার দেখিয়ে বন্ধক দলিলের দুইটি জাল কপি দাখিল করে ২০১৪ সালের ৫ মার্চ ব্র্যাক ব্যাংক চৌমুহনী শাখা থেকে ২২ লাখ টাকা এবং একই বছর আইএফআইসি ব্যাংক চৌমুহনি শাখা থেকে ৭৫ লাখ টাকা মেসার্স সুমাইয়া স্টোরের নামে সিসি হাইপো ঋণ নিয়ে আত্মসাৎ করেন।



রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৭/এম এ রহমান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়