ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

৮০ মিলিয়ন পাউন্ড বোনাস পাচ্ছেন মেসি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ১২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৮০ মিলিয়ন পাউন্ড বোনাস পাচ্ছেন মেসি

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনাতে ক্যারিয়ার শেষের কথা জানালেও ক্লাবটির সঙ্গে লিওনেল মেসির চুক্তি নবায়নের বিষয়টা ঝুলে আছে দীর্ঘ দিন ধরে। তবে চুক্তি নবায়ন সময়ের ব্যাপার বলে মনে করছে কাতালান ক্লাবটি।

খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বার্সার সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হতে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার। নতুন চুক্তিতে মেসির সাপ্তাহিক পারিশ্রমিক হতে পারে ৫ লাখ ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ কোটি ৪১ লাখ টাকা টাকা।

মেসির প্রতি আগ্রহী রয়েছে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড সহ ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। তাই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে আকৃষ্ট করতে বড় পুরস্কারের কথা জানিয়েছে বার্সা। চুক্তি নবায়ন করলে বোনাস হিসেবে ৮০ মিলিয়ন পাউন্ড পাবেন মেসি; ফুটবলের ইতিহাসের যেটি রেকর্ড সর্বোচ্চ। বাংলাদেশি মুদ্রায় অর্থের পরিমাণ প্রায় ৮৬৭ কোটি টাকা।

বোনাসের অর্থ যোগান দানের জন্য ঘরের মাঠ ন্যু-ক্যাম্পের ইমেজ স্বত্ত্ব বিক্রি করতে যাচ্ছে বার্সেলোনা।লা লিগা জায়ান্ট বার্সেলোনা ইতোমধ্যেই ক্রীড়া বিষয়ক ব্যবসায়ী প্রতিষ্ঠান ভন ওয়াগনারকে ন্যু-ক্যাম্পের ইমেজ স্বত্ত্ব বিক্রিতে সাহায্য করার জন্য নিয়োগ দিয়েছে। ন্যু-ক্যাম্পের ইমেজ স্বত্ত্ব বিক্রি করার মাধ্যমে বার্সেলোনা ১৮ কোটি ব্রিটিশ পাউন্ড আয় করতে পারবে বলে আশাবাদী।




রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়