ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আইএসের দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ নেতা নিহত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ১৬ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইএসের দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যভিত্তিক চরমপন্থী সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ নেতা ইসনিলন হ্যাপিলনকে হত্যা করেছে ফিলিপাইনের সেনাবাহিনী। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

ইসনিলন হ্যাপিলন ফিলিপাইনের সন্ত্রাসী গোষ্ঠী আবু সায়াফেরও নেতা। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা শীর্ষ সন্ত্রাসী তালিকায় তার নাম রয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেঞ্জানা জানিয়েছেন, মারাউই শহরে সেনাদের সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছে হ্যাপিলন। ওই শহরটি গত মে মাসে দখল করেছিল আবু সায়াফ। সেনারা মাউতি বিচ্ছিন্নতাবাদী গ্রুপের প্রধান ওমর মাউতিকেও সেনারা  হত্যা করেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

ফিলিপাইনে একাধিক মুসলিম বিচ্ছিন্নতাবাদী গ্রুপ রয়েছে। এদের অধিকাংশের সঙ্গে আইএসের মিত্রতা রয়েছে।

লরেঞ্জানা জানিয়েছেন, মারাউই শহরের অবরুদ্ধতার ঘটনা শেষ হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই তারা লড়াই শেষ করার ঘোষণা দিতে যাচ্ছেন। এছাড়া নিহত হ্যাপিলন ও ওমর মাউতির ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়