ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৭ পুলিশ নিহত

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৫, ১৮ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৭ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় রাস্তার পাশে পুতেঁ রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে সাত পুলিশ সদস্য নিহত ও ২২ জন আহত হয়েছেন।

বুধবার সকালে কোয়েটার কোয়েটা-সিব্বি সড়কে সারিয়াব মিল এলাকায় এ বিস্ফোরণ হয়।

প্রাথমিক খবর অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর সূত্র দাবি করেছে, ৩৫ জন পুলিশ সদস্যকে নিয়ে তাদের বহনকারী গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরিত হয়। তবে বিস্ফোরণে ধরন নিয়ে এখনো অনিশ্চিয়তা রয়েছে।

সিভিল হাসপাতাল কোয়েটার মুখপাত্র ওয়াসিম বেগ সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। জরুরি অবস্থায় আট জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, এর আগে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি জানান, এই হামলায় পুলিশের ছয় সদস্য নিহত ও ২২ জন আহত হয়েছেন। তাদের কোয়েটার বেসামরিক ও সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পর কোয়েটায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নেপথ্যের সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।

তথ্যসূত্র : ডন অনলাইন



রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়