ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাকিস্তানে নজর রাখতে ভারতের সাহায্য চায় যুক্তরাষ্ট্র

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ১৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানে নজর রাখতে ভারতের সাহায্য চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ওপর নজর রাখতে ভারতের সাহায্য চেয়েছে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি বুধবার বলেন, সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়- এমন কোনো সরকারকে সহ্য করবে না তার দেশ। পাকিস্তানের ওপর নজর রাখতে সাহায্য করতে পারে ভারত।

ডন অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-ভারত বন্ধুত্ব পরিষদের এক অনুষ্ঠানে নিকি হ্যালি বলেন, ভারত যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ পেতে চায়, তাহলে এই মুহূর্তে বিষয়টিতে হাত দেওয়া উচিত হবে না তাদের।

নয়াদিল্লির দিকে ওয়াশিংটনের ঝুঁকে পড়ার ব্যাখ্যায় নিকি হ্যালি বলেন, আফগানিস্তানকে স্থিতিশীল করতে সত্যিই ভারতের সাহায্য প্রয়োজন। আফগান সংঘর্ষের সমাধানে দক্ষিণ এশিয়ার বড় শক্তির বিরাট ভূমিকা দরকার।  তিনি আরো বলেন, ‘আফগানিস্তানের পুনর্গঠনে শুধু অবকাঠামো ও সহায়তা দিয়ে নয়, তারা পাকিস্তানের বিরুদ্ধে নজর রাখতেও সাহায্য করতে পারে।’

এদিকে, বুধবার ওয়াশিংটনে আরেক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ভারতের ভূয়সী প্রশংসা করে চীনের বিরুদ্ধে বিষোদগার করেন। ভারতকে ‘কৌশলগত অংশীদার’ ও ‘বন্ধু’ বলে অভিহিত করে তিনি বলেন, এমন সম্পর্ক চীনের সঙ্গে কখনো ছিল না যুক্তরাষ্ট্রের।

উল্লেখ্য, নিকি হ্যালি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক।



রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়