ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নিচ্ছে স্পেন

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ১৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নিচ্ছে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক : কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নিচ্ছে স্পেনের কেন্দ্রীয় সরকার।

স্বায়ত্তশাসন স্থগিতের প্রক্রিয়া শুরু হচ্ছে শনিবার থেকে। কাতালান নেতা চার্লস পুজদেমন বেঁধে দেওয়ার সময়ের মধ্যে স্বাধীনতা ঘোষণা করা না-করার বিষয়টি পরিষ্কার করতে ব্যর্থ হয়েছেন।

গত সোমবার স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় কাতালান নেতাকে তিন দিনের আল্টিমেটাম দিয়ে এর মধ্যেই স্বাধীনতার ঘোষণার দাবি থেকে সরে দাঁড়ানোর হুমকি দেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টায় বেঁধে সময় শেষ হয়েছে। এরপর স্পেনের কেন্দ্রীয় সরকার কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা জানালো।

প্রধানমন্ত্রী রাজয়ের কার্যালয় জানিয়েছে, কাতালোনিয়ায় সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ কার্যকর করতে মন্ত্রীরা বৈঠক বসবেন। বৈঠক থেকে স্বায়ত্তশাসন তুলে নিয়ে কাতালোনিয়ার শাসন ভার গ্রহণের প্রক্রিয়া শুরু করবেন তারা।

এ অবস্থায় কাতালোনিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। কারণ স্পেনের গণমাধ্যমে বলা হচ্ছে, মাদ্রিদ সরকার যদি কাতালোনিয়ায় সরাসরি কেন্দ্রীয় শাসন জারি করে, তাহলে স্বাধীনতার ঘোষণা দেবেন পুজদেমন।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী রাজয় বলেছেন, ‘কাতালোনিয়ার স্বায়ত্তশাসিত সরকারের বৈধতা রক্ষার স্বার্থে সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রক্রিয়া অব্যাহত রাখবে স্প্যানিশ সরকার।’

এদিকে, স্বাধীনতা ঘোষণার পক্ষে পুজদেমনের ওপর প্রচণ্ড চাপ রয়েছে। শেষ পর্যন্ত কী হয়- তাই দেখার বিষয়।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন



রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়