ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

এবার অক্সফোর্ডের কমনরুম থেকে সু চির নাম বাদ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ২০ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার অক্সফোর্ডের কমনরুম থেকে সু চির নাম বাদ

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চির নামে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি জুনিয়র কমনরুমের নাম রাখা হয়েছিল। এবার রোহিঙ্গা ইস্যুতে ওই কমনরুমের নাম বদলে ফেলতে ভোট দিয়েছে অক্সফোর্ডের শিক্ষার্থীরা।

ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, সু চি অক্সফোর্ডের ছাত্রী ছিলেন। শান্তিতে এই নোবেল জয়ীর সম্মানার্থে অক্সফোর্ডের সেন্ট হাগ কলেজের একটি জুনিয়র কমনরুম তার নামে নামকরণ করা হয়। তবে রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনায় সু চি কার্যত নীরব রয়েছেন। এর প্রতিবাদে বৃহষ্পতিবার শিক্ষার্থীরা কমনরুমের নাম বদলে ফেলতে বৃহস্পতিবার ভোট দিয়েছেন।

কলেজের ওই প্রস্তাবে বলা হয়েছে, ‘রাখাইনে গণহত্যা, গণধর্ষণ ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনায় সু চির নীরবতা অমার্জনীয় ও অগ্রহণযোগ্য। একসময় তিনি যে নীতি ও আদর্শের প্রচার করেছেন তিনি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’

এতে আরো বলা হয়েছে, ‘আমাদের অবশ্যই সু চির এই নীরবতা ও অপসহযোগিতা এবং তার নিজ দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মেনে নেওয়ার নিন্দা জানাই।’ 

এর আগে গত মাসে সেন্ট হাগ কলেজের প্রবেশমুখে সু চির যে ছবি ছিল তা সরিয়ে ফেলা হয়েছিল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ অক্টোবর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়