ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৩, বাংলাদেশিসহ নিখোঁজ ১১

শামিমা নাসরীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ২১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৩, বাংলাদেশিসহ নিখোঁজ ১১

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেনাং প্রদেশের রাজধানী জর্জ টাউনে দুইটি নির্মাণাধীন বহুতল ভবনের পাশে ভূমিধসে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশিসহ আরো ১১জন নিখোঁজ রয়েছেন।

শনিবার পেনাং কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, নিহতের মধ্যে দুইজন ইন্দোনেশীয় এবং একজন মিয়ানমারের নাগরিক। এদিকে আটকে পড়াদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি, ইন্দোনেশীয় ও রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। ওই নির্মাণ প্রতিষ্ঠানের সুপারভাইজার ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। 

পেনাং দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক সাদন মোখতার জানান, উদ্ধারের জন্য ৩৫ মিটার পর্যন্ত খুঁড়তে হচ্ছে। এটি বেশ ঝুঁকিপূর্ণ। সেখানকার কে৯ ইউনিটসহ তিনটি কুকুর নিয়োগ করা হয়েছে নিখোঁজদের উদ্ধার করতে।

ভূমিধসের স্থানে ৪৯ তলাবিশিষ্ট দুটি ভবন নির্মাণের কাজ চলছিল। তবে ভূমিধসের কারণ এখনো জানা যায়নি।




রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৭/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়