ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘ট্রাম্প আমাকে সবচেয়ে বাজেভাবে কাঁদিয়েছেন’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ২৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ট্রাম্প আমাকে সবচেয়ে বাজেভাবে কাঁদিয়েছেন’

আন্তর্জাতিক ডেস্ক : নাইজারে কর্মরত অবস্থায়  বিদ্রোহীদের হামলায় নিহত মার্কিন সেনার স্ত্রী বলেছেন, ‘টেলিফোনে সান্ত্বনা জানাতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে সবচেয়ে বাজেভাবে কাঁদিয়েছেন।’

সোমবার এবিসি চ্যানেলের ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে মায়িশা জনসন এ কথা বলেছেন।

গত ৪ অক্টোবর বিদ্রোহীদের হামলায় আরও তিনজনের সঙ্গে নিহত হন মার্কিন সেনা সদস্য সার্জেন্ট লা ডেভিড জনসন। গত সপ্তাহে স্বামীর মরদেহ নিতে বিমানবন্দরে যাচ্ছিলেন স্ত্রী মায়িশা। ওই সময় তার কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন আসে ।

ট্রাম্প সান্ত্বনা জানাতে গিয়ে ফোনে বলেছিলেন, ‘ডেভিড জানত কী জন্য তাকে সেখানে পাঠানো হয়েছে।’

ওই সময় কংগ্রেসম্যান ফ্রেডেরিকা উইলসন ছিলেন মায়িশার গাড়িতে। ফোনের লাউড স্পিকার চালু থাকায় তিনি এই কথোপকথন শুনে ফেলেন পরে তিনি এটি গণমাধ্যমকে জানান। এ ঘটনায় ট্রাম্পের সমালোচনা শুরু হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। উল্টো তিনি দাবি করেন, ‘ওই নারী... যে নিহত হয়েছে তার স্ত্রীর সঙ্গে আমার চমৎকার আলাপচারিতা হয়েছে, মনে হয়েছে তিনি চমৎকার নারী।’ ট্রাম্প এ সময় নিহত ওই সেনার নাম মনে করতে পারেননি।

সোমবার সাক্ষাৎকারে মায়িশা বলেন, ‘ প্রেসিডেন্ট বলেছেন, তার স্বামী কিসের জন্য স্বাক্ষর করেছে তা জানতো। এটা অবশ্য আমাকে আঘাত করেছে এবং কাঁদিয়েছে। তবে তার গলার স্বর শুনে আমি ক্রুদ্ধ হয়েছিলাম যে তিনি কী করে আমার স্বামীর নাম মনে করতে পারছেন না।’




রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়