ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সেতু থেকে একসঙ্গে ২৪৫ জনের লাফ (ভিডিও)

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৮, ২৪ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেতু থেকে একসঙ্গে ২৪৫ জনের লাফ (ভিডিও)

ব্রাজিলে একটি সেতু থেকে একসঙ্গে ২৪৫ জন লাফ দিচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক : একটি সেতু থেকে একসঙ্গে ২৪৫ জন লাফ দিলেন। তাদের উদ্দেশ্য বিশ্বরেকর্ড গড়া।

সেতু থেকে নিজেদের শরীরের সঙ্গে বাঁধা দড়ি নিয়ে অনেকে একসঙ্গে লাফ দিয়ে পেন্ডুলামের মতো দুলতে থাকেন। উঁচু স্থান থেকে দড়ি-বাঁধা অবস্থায় লাফ দেওয়ার এই খেলা মোটেও সহজ কথা নয়।

ব্রাজিলের সাও পাউলো থেকে এক ঘণ্টার পথ হর্টোল্যান্ডিয়ায় ৩০ মিটার উঁচু একটি সেতু থেকে লাফ দিলেন এই তরুণ-তরুণীরা। একজনের পর আরেকজন লাফ দিয়ে পেন্ডুলামের মতো দুলতে থাকেন তারা। দৃষ্টিনন্দন হলেও বিষয়টি ঝুঁকিসাপেক্ষ। কারণ তারা সরাসরি পানিতে পড়ে না। দড়িতে দুলতে দুলতে থেমে যাওয়ার পর আবার দঁড়ি বেয়ে উঠে আসেন তারা।

একসঙ্গে সবচেয়ে বেশি লোকের লাফ দেওয়ার স্বীকৃতি এখনো দেয়নি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকডস। তবে তা দেওয়া হবে। কারণ ২০১৬ সালের এপ্রিল মাসে একই স্থানে ১৪৯ জনের একটি দল লাফ দিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছিলেন। এবার সেই রেডর্ক ভেঙ্গে নতুন রেডর্ক তৈরি হচ্ছে।

তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ অক্টোবর ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ