ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শতাব্দির সেরা বেকুব

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২৪ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শতাব্দির সেরা বেকুব

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি নদীতে সাঁতার কাটার একটি ছবি ফেসবুকে পোস্ট করার পর চার  ব্যক্তিকে শতাব্দির সেরা বেকুব হিসেবে আখ্যা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কারণ হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নদীতে কুমিরের আনাগোনা বেশি। আর লোকগুলো নদীতে কুমির ধরার ফাঁদের ভেতরেও প্রবেশ করেছিল, যাতে তাদের মৃত্যুর আশঙ্কা ছিল অনেক বেশি। কুইন্সল্যান্ডের পরিবেশ বিভাগ ওই লোকদের এই কাজ ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, কুমির ধরার ওই ফাঁদ সাত মিটার লম্বা এবং এক টনেরও বেশি ওজনবিশিষ্ট। প্রতি বছর এই অঞ্চলে গড়ে দুইজন করে কুমিরের পেটে যায়। সংস্থাটি বলছে, এই ফাঁদগুলো কুমিরকে আকর্ষণ করার জন্য বিশেষভাবে তৈরি এবং যেসব স্থানে কুমির বেশি সমস্যা করে সেসব স্থানে সেগুলো বসানো হয়।

ডগলাস শায়ারের মেয়র জুলিয়া লিউ জানিয়েছেন, তিনি এ ঘটনার কথা শুনে স্তম্ভিত হয়েছেন। তিনি বলেন, ‘আমি বিস্মিত যে এই লোকগুলো বছরের সেরা বেকুব পদক অথবা শতাব্দির সেরা বেকুব পদকের জন্য লড়ছে।’



রাইজিংবিডি/ঢাকা/২৪ অক্টোবর ২০১৭/শাহেদ/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়