ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হটলাইনে চাঁদাবাজির অভিযোগ, লালবাগে দুদক টিম

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৯, ১৪ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হটলাইনে চাঁদাবাজির অভিযোগ, লালবাগে দুদক টিম

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের ‍(দুদক) নাম ভাঙিয়ে দোকানদার ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ খতিয়ে দেখতে রাজধানীর লালবাগ এলাকায় সংস্থাটির একটি টিম অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার সকালে দুদক হটলাইন-১০৬-এ এমন অভিযোগ আসার পর দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান ও মোয়াজ্জেম হোসেন সুবজের সমন্বয়ে গঠিত একটি টিম লালবাগ এলাকায় অভিযানে নেমেছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে দুদক সূত্রে জানা যায়, দুর্নীতি প্রতিরোধ কমিটির লালবাগ থানার সহসভাপতি বায়েজিদ চিস্তি দুদকের নাম ভাঙিয়ে স্থানীয় ব্যবসায়ী ও দোকাদারের কাছ থেকে চাঁদা গ্রহণ করছেন। সকালে দুদক হটলাইনে এমন অভিযোগ এলে তাৎক্ষণিকভাবে দুদক মহাপরিচালক (প্রশাসন) মুনীর চৌধুরী অভিযানের নির্দেশ দেন। এরপরই দুদকের ওই দুই কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি ইউনিট অভিযানে নেমেছে।

গত ২৭ জুলাই দুদকের এই হটলাইন আনুষ্ঠানিকভাবে চালু হয়। দুর্নীতি ও অনিয়মের তথ্য জানাতে দুদক ১০৬ হটলাইনে এ পর্যন্ত তিন লাখের বেশি ফোন কল এসেছে। তবে অধিকাংশ ফোনের অভিযোগ দুদকের তফসিল বহির্ভুত বিধায় গ্রহণ করতে পারে না সংস্থাটি।



রাইজিংবিডি/ঢাকা/১৪ নভেম্বর ২০১৭/এম এ রহমান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়