ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইরানে ভূমিকম্প : খোলা আকাশের নিচে হাজারো মানুষ

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৫, ১৪ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানে ভূমিকম্প : খোলা আকাশের নিচে হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঘরবাড়ি, ভবন ভূমিসাৎ হওয়ায় তীব্র শীতের মধ্যে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে দ্বিতীয় রাত পার করল।

রোববার রাতের এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাহাড়ি প্রদেশে কেরমানশাহে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছাতে হিমশিম খাচ্ছে ইরান সরকার। এ প্রদেশে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

ইরাক-ইরান সীমান্তে রোববার রাত সাড়ে ৯টার দিকে অনুভূত ভূমিকম্পে শুধু ইরানেই মারা গেছে ৪৩০ জন এবং আহত হয়েছে ৭ হাজারের বেশি মানুষ।

ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মধ্যে উদ্ধারাভিযান এক পর্যায়ে শেষ হলেও ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনকে উদ্ধারে চেষ্টা এখনো চলছে। এদিকে, মঙ্গলবার ইরানে জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করবেন। তবে আন্তর্জাতিক গণমাধ্যমকে ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। ফলে প্রকৃত চিত্র উদঘাটনে নিজ নিজ সূত্রের ওপর ভরসা করতে হচ্ছে গণমাধ্যমকে।

এ ভূমিকম্পে ইরাকের অংশে নয়জন মারা গেছে এবং আহত হয়েছে কয়েক শত মানুষ।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন



রাইজিংবিডি/ঢাকা/১৪ নভেম্বর ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়