ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এভিয়েশন সেক্টরে সহযোগিতা করতে চায় আইএটিএ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ১৪ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এভিয়েশন সেক্টরে সহযোগিতা করতে চায় আইএটিএ

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশের বিমানবন্দরগুলোর   নিরাপত্তা, যাত্রীসেবার মান উন্নয়ন, অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি ও বিমান যাত্রাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সহযোগিতা করতে চায় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাতকালে আইএটিএ এর রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট কনার্ড ফ্রেড্রিক জেমস ক্যালিফোর্ড এই প্রস্তাব দেন।

আইএটিএর ভাইস প্রেসিডেন্ট বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানবৃদ্ধির জন্য এ অঞ্চলে এভিয়েশন সেক্টরে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের সমৃদ্ধিতে অবদান রাখতে পারে।

বিমানমন্ত্রী বলেন, সরকার বিমানবন্দরগুলোর উন্নয়ন ও আকাশপথ যাত্রাকে নিরাপদ করতে সম্ভব সবকিছু করছে। তিনি আইএটিএ’র প্রস্তাবকে স্বাগত জানান। এ সময় আইএটিএ’র ম্যনেজার আজহার আজহারি ও আইএটিএ’র বাংলাদেশ ম্যানেজার পারভেজ ইব্রাহিম উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/১৪ নভেম্বর ২০১৭/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়