ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বউকে ভোট না দিলে…

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১৭ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বউকে ভোট না দিলে…

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর প্রদেশে ক্ষমতাসীন বিজেপির এক নেতা পৌর নির্বাচনে তার স্ত্রীকে ভোট না দিলে মুসলমানদের এমন কষ্টে পড়তে হবে যেমনটা আগে কখনও হয়নি বলে হুমকি দিয়েছেন। বারাবংকির বিজেপি কাউন্সিলর রণজিৎ কুমার শ্রীবাস্তব এ হুমকি দিয়েছেন বলে শুক্রবার এনডিটিভি অনলাইন জানিয়েছে।

চলতি মাসের শেষ দিকে পৌর নির্বাচনের ভোটগ্রহণ হবে বারাবংকিতে। ভোটের প্রচার চলছে বেশ জোরেশোরে। বারাবংকির বিজেপি কাউন্সিলর রণজিৎ কুমার শ্রীবাস্তবের আসনটি মহিলাদের জন্য সংরক্ষিত। তাই শ্রীবাস্তবের স্ত্রী লড়ছেন ওই আসনে। স্ত্রীর জন্যই ভোট চাইতে গিয়ে চলতি সপ্তাহের প্রথম দিকে এলাকার সংখ্যালঘু ভোটারদের প্রতি শ্রীবাস্তব শাসানি দিয়ে বলেছেন, ‘এটা কিন্তু সমাজবাদী পার্টির সরকার নয়। আপনাদের কোনও নেতাই কিন্তু এখন আর আপনাদের সাহায্য করতে পারবেন না। রাস্তাঘাট, নিকাশি— এ সব হল পৌরসভার কাজ। এ ছাড়াও নানা সমস্যা কিন্তু আপনাদের হতে পারে।’

মুসলমান ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘যে দূরত্ব আপনারা তৈরি করছেন, তাতে সমাজবাদী পার্টি কিন্তু আপনাদের সাহায্য করতে পারবে না। বিজেপি ক্ষমতায় রয়েছে। এমন কোনও সমস্যায় কিন্তু আপনাদের পড়তে হতে পারে, যার মুখোমুখি আগে কখনও হতে হয়নি।’

এরপরেই সরাসরি তার হুমকি, ‘তাই আমি মুসলমানদের বলছি, আমাদের ভোট দিন। আমি ভোট ভিক্ষা চাইছি না। যদি ভোট দেন, শান্তিতে থাকবেন। যদি না দেন, তা হলে দেখতেই পাবেন কী কী সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।’

শ্রীবাস্তব যখন মঞ্চে এই হুমকি দিচ্ছিলেন, সেখানে তখন ছিলেন বিজেপির দুই রাজ্যমন্ত্রী। অথচ ওই সময় তারা এর কোনো প্রতিবাদই করেননি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ নভেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়