ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোহিঙ্গাদের কাছে পাওয়া তথ্য কংগ্রেসে উপস্থাপন করা হবে

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ১৮ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গাদের কাছে পাওয়া তথ্য কংগ্রেসে উপস্থাপন করা হবে

কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গাদের কাছে পাওয়া সব তথ্য কংগ্রেসে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রতিনিধিদল।

শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিনিধিরা জানান, রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করে নির্যাতনের নানা তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ সফর শেষে মিয়ানমারে যাবেন। ওখান থেকেও তথ্য সংগ্রহ করে দেশে ফিরে তা কংগ্রেসে জানানো হবে।

শনিবার বেলা ১১ টার কিছু পরে ১০ সদস্যের প্রতিনিধিদলটি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন ডেমোক্রেটিক সিনেটর জেফ মার্কলে ও রিচার্ড ডার্বিন, কংগ্রেসের প্রতিনিধি ভেটি মেকলাম, জেন সেকস্কি ও ডেভিট সিচেলিন। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট।

এর আগে মার্কিন প্রতিনিধিদল শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর আজ সকালে কক্সবাজার পৌঁছে গাড়িতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন তারা। শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলে থাকা দুই জন সিনেটর ও তিন জন কংগ্রেসম্যান।

এ ছাড়া আগামীকাল রোববার বাংলাদেশ সফরে আসছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্ট্রম, ইইউ'র নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি ফেডেরিকা মোঘারিনি।



রাইজিংবিডি/কক্সবাজার/১৮ নভেম্বর ২০১৭/সুজাউদ্দিন রুবেল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়